স্টাফ রিপোর্টারঃ বিএনপি জামায়াত ও স্বাধীনতা বিরোধী চক্রকে কোনোভাবে ছাড়া দেওয়া যাবে না। সময় এসেছে হয় তারা থাকবে, না হয় আমরা থাকবো।
আজ (রবিবার) দুপুরে কর্ণফুলী উপজেলার উপকারভোগীদের মাঝে বিভিন্ন সরঞ্জাম ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ কর্ণফুলী উপজেলায় ৫১টি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক চরলক্ষ্যার চেয়ারম্যান মোঃ সোলায়মান তালুকদার, ভাইস চেয়ারম্যান আমির আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান ডা. ফারহানা মমতাজ।
প্রশাসনের পক্ষে থেকে উপস্থিত ছিলেন, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ, সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী, কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ দুলাল মাহমুদ, বড়উঠানের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম, শিকলবাহার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জুলধার ইউপি চেয়ারম্যান হাজী নুরুল হক, চরপাথরঘাটার ইউপি চেয়ারম্যান হাজী ছাবের আহমেদ সহ প্রমূখ।
দৈনিক দেশতথ্য/এসএইচ//

Discussion about this post