নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৮ম কাউন্সিল থেকে প্রতীক কুমার গুণকে আহ্বায়ক ও শেখ শাহরিয়ার আমিনকে সাধারণ সম্পাদক করে ৯সদস্য বিশিষ্ট ৯ম কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসির ১১৬নং কক্ষে সংগঠেেনর ইবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি নিটন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্টিত কাউন্সিলে উপস্থিত ছিলেন সামজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক শোভন রহমান, কেন্দ্রিয় কমিটির সদস্য ও কুস্টিয়া জেলা শাখার আহ্বায়ক লাবনী সুলতানা, সাধারণ সম্পাদক টুটুল আলী, মো: মতিন মিয়া, শামীম রেজা মোস্তাসিম যোবায়ের প্রমুখ। কাউন্সিল শেষে প্রতীক কুমার গুনকে আহ্বায়ক ও শেখ শাহরিয়র রহমানকে সাধারণ সম্পাদক করে ৯সদস্যের কমিটি ঘোষনা করেন নেতৃবৃন্দ।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post