ছাত্র সমাজের অগ্রবর্তী চিন্তার পথিকৃত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কুষ্টিয়ার ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪.০০টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি লাবনী সুলতানার সভাপতিত্বে কাস্টমস্ মোড়স্থ জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা শাখার সাধারন সম্পাদক ছাত্র নেতা টুটুল আলীর পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ কুষ্টিয়া জেলা শাখার অন্যতম সদস্য কমরেড আশরাফুল ইসলাম, বাসদ মিরপুর উপজেলা শাখার সদস্য কমরেড খালিদুজ্জামান লিটন। এছাড়াও সভায় বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্ট ইসলামি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য মাতিন মিয়া। কুষ্টিয়া সরকারি কলেজ শাখার প্রধান সংগঠক ছাত্র নেতা আবুল কালাম আজাদ, ছাত্র ফ্রন্ট ভেড়ামারা উপজেলা শাখার আহŸায়ক ছাত্র নেতা নাজমুল হক প্রমুখ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ শিক্ষার বাণিজ্যকরণ বন্ধ, পাঠ্যপুস্তকে সা¤প্রদাযি়কতা ও শিক্ষার উপর সর্বগ্রাসী আক্রমণ রুখে দাঁড়ানো, সন্ত্রাস -দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক শিক্ষাঙ্গনের দাবিতে এবং ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে লড়াকু ছাত্র আন্দোলন গড়ে তোলার কথাও বলেন। এছাড়াও ভুলে ভরা পাঠ্যপুস্তক, খাতা -কলমের মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা ও দাম কমানোর দাবি জানান। এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যে বিপ্লবী চেতনাকে বুকে ধারণ করে শিক্ষা রক্ষার ধারাবাহিক আন্দোলন করে সেই আন্দোলন এবং শ্রমিক, কৃষক সকল শ্রেনীর মানুষের আন্দোলনে ছাত্রদের যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ বলেন, শিক্ষাকে বাণিজ্যিক পণ্যে পরিণত করার বিরুদ্ধে রুখে দাড়ানো এখন সময়ের দাবি। ছাত্রসমাজের নিরপেক্ষতা এখন শাসকশ্রেণীকেই সমর্থন ও সহযোগিতা করবে। রাজনীতি দ্বারা পরিচালিত সমাজে রাজনীতির বাইরে যেমন থাকা যায় না তেমনি রাজনীতিকে ঘৃণা করেও গা বাঁচিয়ে চলা যায়না। লেনিন বলেছিলেন, রাজনীতিতে আপনি যদি অংশগ্রহণ না ও করেন, রাজনীতি নিজেই আপনার জীবনে ঢুকে পড়বে। সুতরাং ঘৃণা না করে বুঝতে শিখুন কোন পক্ষে থাকবেন? চুপ থেকে শোষিত হবেন নাকি শোষণের বিরুদ্ধে রুখে দাড়াবেন। এই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। ছাত্র ফ্রন্টের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় ছাত্রদের অধিকার আদায়ের এই সংগ্রামে ছাত্রদের যুক্ত হওয়ার আহবান জানিয়ে সভা শেষ করা হয়।
ক্যাপশন ছবি দেয়া আছে।
খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য ,২১ জানুয়ারি ২০২৩

Discussion about this post