Print Date & Time : 21 July 2025 Monday 4:30 pm

সমাজসেবা ও মানবকল্যাণে অবদান রাখায় এ্যাওয়ার্ড পেলেন কুষ্টিয়ার সাফিনা

সমাজসেবা ও মানবকল্যাণে বিশেষ অবদান রাখায় হিউম্যান রাইটস এক্সিলেন্স এ্যাওয়ার্ড লাভ করেছে মৌবন পরিচালিত নারী বাতায়ন এর সভাপতি সাফিনা আনজুম জনী।

মঙ্গলবার রাজধানীর একটা হোটেলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে “উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা শেষে এ সম্মাননা প্রদান করা হয়।

সাফিনা আনজুম জনির পক্ষে পদক গ্রহণ করেন মৌবনের জেনারেল ম্যানেজার মোঃ মোশাররাফুল হক বকুল।

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসস কমিশন কাউন্সিল, বাংলাদেশ চ্যাপ্টার’র প্রেসিডেন্ট সভাপতি এ.টি.এম মমতাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম,
অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পীরজাদা শহীদুল হারুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. হামিদা খানম পিএইচডি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট’র স্পেশাল পিপি এডভোকেট মোঃ ফারুক-উজ্জামান ভূঞা (টিপু) সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় গুণীজন সম্মাননা প্রদান করা হয়।

প্রসঙ্গত, সাফিনা আনজুম জনী এলাকার নারীদের উন্নয়নে প্রতিষ্ঠা করেছে “নারী বাতায়ন” নামে একটি অলাভজনক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। পাশাপাশি নারী ও শিশুদের কোরআন শিক্ষা দান, মেডিকেল ক্যাম্প, শিক্ষার্থীদের হাতের লেখা ও ছবি আঁকানো শেখানোসহ হরিজন পল্লীতে বিনামূল্যে লেখাপড়ার ব্যবস্থাসহ নানান সামাজিক কর্মকান্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৪ আগষ্ট ২০২৩