গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়া ট্রলার গুলোর একটি ট্রলার সহ ১৭ জেলের সন্ধান মিলেছে।
নিখোঁজের একদিন পর শনিবার (২০ আগস্ট) রাত দশটারদিকে পাথরঘাটার বিএফডিসি মৎস্য ঘাটে ফিরে এসেছে এই ১৭ জেলে। তবে ফিরে আসা জেলেরা শারীরিকভাবে অসুস্থ।
ফিরে আসা আলম মোল্লার মালিকানা ট্রলারটির নাম এফবি শাহ মোহছেন আউলিয়া-২ । সকল জেলে ও ট্রলার মালিকের বাড়ি বরগুনার পাথরঘাটায়। ১৭ জেলেসহ একটি ট্রলার প্রচন্ড ঢেউয়ের তোড়ে ভেসে গিয়েছিল ভারতীয় জলসীমায়।
ওই ট্রলারের মাঝি জামালের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো.মাসুম বলেন, সাগরে ঝরের কবলে পরে অনেক ট্রলার ডুবে যায় এবং অনেক জেলেও নিখোঁজ হয়। এর মধ্যে পাথরঘাটার আলম মোল্লার মালিকানা এফবি শাহ মোহছেন আউলিয়া-২ ট্রলারটি ঝরের কবলে পরে শুক্রবার (১৯ আগস্ট) দুপুরের দিকে সাগরের মান্দারবাড়িয়া এলাকা হয়ে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করায় নেটওয়ার্কের বাইরে চলে যায়। পরে আবহাওয়া স্বাভাবিক হলে তারা আস্তে আস্তে দেশিয় জলসীমায় ঢুকে পরে। পরে গত রাতে (শনিবার) সাড়ে দশটারদিকে পাথরঘাটার বিএফডিসি ঘাটে ফিরে আসে।
তবে ফিরে আসা জেলেরা শারীরিকভাবে অসুস্থ। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এখনো পাথরঘাটার কয়েকশ জেলে নিখোঁজ রয়েছে। আমরা খোঁজ খবর নিচ্ছি।
বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল মিয়া বলেন, এখনো অনেক ট্রলার ও জেলে নিখোঁজ রয়েছে। ঠিক এমন অবস্থা হয়েছিল ২০০৫ সালে।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২১.০৮.২০২২//