কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ৪ টি ট্রলার ও ১০০ কেজি সামুদ্রিক মাছ সহ ৪৬ জেলেকে আটক করেছে কোষ্টগার্ড সদস্যরা।
মঙ্গলবার রাতে বঙ্গোপসাগরের চর বিজয় এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ১৮ জেলের কাছ থেকে ১ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরে নিষেধাজ্ঞাকালীন সময়ে মাছ ধরবেনা মর্মে মুচলেখা দিলে ট্রলারসহ জেলেদের ছেড়ে দেয়া হয়।
এদিকে জেলেদের আটকের পর কোষ্টগার্ড সদস্যরা তাদের মারধর করেছে বলে অভিযোগ করেন জেলেরা। তবে নিজামপুর কোষ্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমান বিষয়টি অস্বীকার করেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৯ জুলাই ২০২৩