Print Date & Time : 27 July 2025 Sunday 1:54 am

সম্পত্তির কারণে মাকে হত্যার অভিযোগে সংবাদ সম্মেলন

কুষ্টিয়ার ভেড়ামারা বারো মাইল পশ্চিম বাহিরচর গ্রামের মৃত মোজাম্মেল হকের স্ত্রী মৃত সোনাভান বেগম (৭৫) কে সম্পত্তির কারণে ভাই ভাবী কর্তৃক হত্যার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে মৃতের মেয়ে কহিনুর আক্তার।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ২০১৯ সালে বাবা মৃত মোজাম্মেল হক মারা গেছে মা মৃত সোনাভান বেগম পশ্চিম বাহিরচর স্বামীগৃহে একাকী বসবাস করতেন। এই সুযোগে জামালপুরে কর্মরত থাকা আমার একমাত্র  ভাই আজিজুল হক সকলের অজান্তে গোপনে সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে রেজিষ্ট্রিকৃত ১৩২৪ ও ১৩২৫ নং দুইখানা হেবার ঘোষণাপত্র দলিল তৈরি করে। বিষয়টি মা জানার পরে কুষ্টিয়া সদর সিনিয়র সহকারী জজ আদালতে দলিল দুইটির বিরুদ্ধে দেং- ২৬৯/২০২০ নং একটি মোকর্দ্দমা দায়ের করে। যাহা বর্তমানে বিচারাধীন রয়েছে।

এমন অবস্থায় ভাই আজিজুল হক ও তার স্ত্রী শেখ জাহানারা নার্গিস মা মৃত সোনাভান বেগম কে চিকিৎসার কথা বলে কুমিল্লা জেলার লাকসামন্থ ভাড়া বাসায় নিয়ে আসে।

 সেখানে শেখ জাহানারা নার্গিস তার ভাই মৃত শেখ এম এ জলিল এর ছেলে আলাউদ্দিন এর দ্বারা বিষাক্ত রাসায়নিক দ্রব্য সংগ্রহ করে মাকে খাদ্যে মিশাইয়া সেবন করাতে থাকে। এতে ক্রমশ মায়ের শরীর দুর্বল ও মুমূর্ষ হয়ে পরে। কিছুদিন পরে পুনরায় মাকে তার স্বামীগৃহে ভেড়ামারায় বারো মাইল পশ্চিম বাহিরচর ফিরিয়ে আনা হয়। পার্শ্ববর্তী প্রতিবেশীগণ দেখতে পায় মাকে দীর্ঘদিন গোসল, সেবা যত্ন না করানোর কারণে হাত পায়ের নখগুলো বড় হয়ে গেছে, শরীর নোংরা ও দুর্গন্ধ যুক্ত এবং তার পিঠে ক্ষত চিহ্ন দেখা যায়। এমন অবস্থায় প্রতিবেশী শাহিন আলীর স্ত্রী রোজিনা আক্তার আমার মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে চাইলে ভাই ও ভাবী বাধা প্রয়োগ সহ তাকে মারধর এবং খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়। 

এরুপ অবস্থার ৪ দিনের মাথায় গত ২১শে অক্টোবর সকাল ৬ টার সময় আমার মা মৃত্যু বরণ করেন। ভাই ভাবী মার মৃত্যু সংবাদ আমাকে না জানিয়েই তড়িঘড়ি করে চাঁদগ্রাম গোরস্থানে লাশ দাফন করে। আমি গত ২৪ শে অক্টোবর মাকে দেখতে আসলে প্রতিবেশীগণ মায়ের মৃত্যুর খবর আমাকে জানাইও। আমি মনে করি ভাই ভাবী মিথ্যা দলিল তৈরির দায়েরকৃত দেওয়ানী মোকদ্দমার ফৌজদারী মামলা থেকে মুক্তির আসায় ষড়যন্ত্র মূলক, সুকৌশলে পরিকল্পিতভাবে গোপনে বিষাক্ত রাসায়নিক দ্রব্য প্রয়োগে মাকে হত্যা করেছে।

 মায়ের হত্যার বিচার চেয়ে কুষ্টিয়া চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে ভাই ভাবী সহ কয়েক জনের নামে মামলা করেছি যাহার সি.আর.নং- ০১/২০২৪। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, বিচার ও জড়িত আসামিদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৩ জানুয়ারি ২০২৪