শিক্ষাক্ষেত্রে বিভিন্ন অবদান রাখায় শিক্ষানুরাগী ক্যাটাগরীতে জাগ্রত সম্মাননা লাভ করেছেন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাইজাল আলী খান। সম্প্রতি তার হাতে এই সম্মাননা তুলে দেন জাগ্রত সাহিত্য পরিষদ কুষ্টিয়ার সভাপতি এসএম জামাল।
জাগ্রত সাহিত্য পরিষদ জেলার কির্তিমান ও বিভিন্ন গুনীজনদের মাঝে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
শিক্ষাক্ষেত্রে বিভিন্ন অবদান রাখায় এছাড়াও সামাজিক এবং মানবতার সেবায় নিজেকে মেলে ধরতেই নিরলসভাবে কাজ করেছেন তাইজাল আলী খান। তিনি কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি ও লালন একাডেমীর সাবেক সাধারন সম্পাদক।
বীর মুক্তিযোদ্ধা তাইজাল আলী খান মিলপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে দীর্ঘদিন ধরে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মোহিনীমোহন বিদ্যাপীঠ এর বিদ্যাৎসাহী সদস্য, এর আগেও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৯১ সালে মিলপাড়া আদর্শ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন তিনি। প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া লেখাপড়ার জন্য কিন্ডারগার্টেন স্কুল প্রতিষ্ঠা ও বহু মসজিদ মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। বর্তমানে তিনি মিললাইন জামে মসজিদের সভাপতি, শাহী জামে মসজিদের প্রধান উপদেষ্টা, মিলপাড়া ঈদগাহের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং চর মিলপাড়া মাদরাসার প্রতিষ্ঠাতাও তিনি।
ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত তাইজাল আলী খান ১৯৭১ সালে ৮ নং সেক্টরে মুক্তিযুদ্ধে নুর আলম জিকুর সাথে যুদ্ধে অংশ নেন। সেসময় জিয়াউল বারী নোমান নেতৃত্ব দেন।
দেশ স্বাধীনের পর যুবলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৮৩ সালে কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৮৪ সালে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, ১৯৯৬ সালে শহর আওয়ামী লীগের সভাপতি হিসেবে সুনামের সাথে এবং দক্ষ ভাবে শহর আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন। একই সাথে দেশ স্বাধীনের পর থেকে মাদকমুক্ত সমাজ গড়তে নিরলসভাবে কাজ করে চলেছেন বীর মুক্তিযোদ্ধা তাইজাল আলী খান।
এরআগে ২রা জুন কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীতে জাগ্রত সাহিত্য পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম, জাগ্রত ব্যবসায়ী ও জাগ্রত জনতার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফীন, জাগ্রত সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আশরাফ উদ্দিন চৌধুরী, জাগ্রত সেবা কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট নাজনীন সুলতানা লুনা, জাগ্রত সাহিত্য পরিষদ কুষ্টিয়ার সভাপতি এসএম জামালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঐদিন বীর মুক্তিযোদ্ধা তাইজাল আলী খানের সহধর্মীনি ইন্তেকাল করায় সম্প্রতি তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
জাগ্রত সাহিত্য পরিষদ কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি এসএম জামাল বলেন, ‘সংগঠনটির মূল উদ্দেশ্য হলো সাহিত্য ও সংস্কৃতি নিয়ে কাজ করা। পাশাপাশি বিভিন্ন কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়া ব্যক্তি/ সংগঠন সহ জেলার কৃতিমান সফল ব্যক্তিদের সম্মাননা জানানোর মাধ্যমে এ সমাজকে আলোকিত করতে অবদান রাখায় তাদের জাগ্রত করে তোলা।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ০৪,২০২৩//

Discussion about this post