Print Date & Time : 12 May 2025 Monday 12:29 pm

সম্মাননা পেল সাদিক হাসান রহিদ

সামাজিক-মানবিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সভাপতি সাদিক হাসান রহিদকে সম্মাননা প্রদান করা হয়েছে।

গতকাল এক অনুষ্ঠানে এই সম্মাননা স্মারক তুলে দেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি রবিউল ইসলাম। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা, নিঝুম লেডিস কর্ণারের স্বত্বাধিকারী ঝর্ণা বেগমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার নারী সংরক্ষিত আসনের কাউন্সিলর রীনা নাসরিন, স্বপ্ন প্রয়াস যুব সংস্থা’র সাধারণ সম্পাদক মেহেরাব হাসান মুশফিক ও সাংবাদিক এসএম জামাল। 

এবি//দৈনিকদেশতথ্য//অক্টোবর ১৭,২০২২//