Print Date & Time : 2 July 2025 Wednesday 11:18 am

সম্মিলিত পেশাজীবী পরিষদের নতুন কমিটি গঠন

আহ্বায়ক ডা: জাহিদ ও সদস্য সচিব কাদের গণি

প্রফেসর ডা: এজেডএম জাহিদ হোসেন আহ্বায়ক ও কাদের গনি চৌধুরীকে সদস্য সচিব করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। এর আগে ১৮ অক্টোবর ও ২৭ অক্টোবর বিএনপি’র চেয়ারপার্সনের গুলশানস্থ কার্যালয়ে নতুন কমিটি গঠনের লক্ষ্যে পেশাজীবী নেতারা দুই দফা বৈঠকে মিলিত হয়। উক্ত সভায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব এবং সিনিয়র যুগ্ম মহাসচিব উপস্থিত ছিলেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান পেশাজীবী নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে আজ ১৬ নভেম্বর এ কমিটি অনুমোদন করেন।

সম্মিলিত পেশাজীবী পরিষদের  আহ্বায়ক   এজেডএম জাহিদ হোসেন ও সদস্য সচিব কাদের গনি চৌধুরী আজ এক বিবৃতিতে তাদের নির্বাচিত করায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানান। নেতৃদ্বয় একই সঙ্গে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের অন্তর্ভুক্ত সকল পেশাজীবী সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। বিবৃতিতে তারা সকল পেশাজীবীদের নিয়ে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদকে সুসংগঠিত ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


বা// দৈনিক দেশতথ্য// ১৭ নভেম্বর//