আলোচনা সভা, কেক কাটা ও সম্মানণা স্বারক প্রদানের মধ্যে দিয়ে কুষ্টিয়া থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার ৩ মার্চ বিকাল ৪টায় হাসপাতাল রোড়স্থ দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে এই আয়োজন করা হয়।
দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার ভারপ্রাপ্ত
সম্পাদক নাব্বির আল নাফিজ নাফিজ এর
সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, দেশ টেলিভিশন এর কুষ্টিয়া প্রতিনিধি ও দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার প্রকাশক ও সম্পাদক নাহিদ হাসান তিতাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিন মিলন, কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এস আই সোহেল।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন,নসাংবাদিকতার উর্বর ভূমিতে কোন অপসাংবাদিকতা করা যাবে না। সংবাদপত্রকে আমাদের মানুষের উন্নয়নে কাজে লাগাতে হবে। এই একবিংশ শতাব্দিতে কাঙাল হরিনাথ মজুমদারের মত ক্ষুরধার লেখনি ও সত্যপ্রকাশে আপসহীন থাকতে হবে। সমাজ পরিবর্তনে, শিক্ষা-দীক্ষা,সাহিত্য-সংস্কৃতি ও সংবাদপত্রের পথপ্রদর্শক হিসেবে আমাদের কাজ করতে হবে, অন্যথায় জাতির কাছে একদিন জবাব দিতে হবে।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার সহ সম্পাদক আরেফিন সাগর, এস এম সরোয়ার পারভেজ, স্টাফ রিপোর্টার আবু তালহা, রাসেল আহমেদ, রেজা আহমেদ জামান, একরামুল ইসলাম জনি, আলমগীর হোসেন, রাজীব খন্দকার, নাসির মন্ডল, আশিক আলী,সলেমান শাহ, অফিস স্টাফ মিলন মাহমুদ, সুমন শেখ, নাসিম আহমেদ সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৪ মার্চ ২০২৩