Print Date & Time : 11 May 2025 Sunday 4:28 am

সরকারি সেবা প্রাপ্তি সহজিকরণে উন্মুক্ত গণশুনানি

মো.আলাউদ্দীনঃ হাটহাজারীতে সরকারি সেবা সহজিকরণের লক্ষ্যে এক উন্মুক্ত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) উপজেলার গুমান মর্দ্দন ইউনিয়ন পরিষদ চত্বরে এ উন্মুক্ত গণশুনানি অনুষ্ঠিত হয়। 

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উক্ত উন্মুক্ত গণশুনানি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম। 

গণশুনানিতে আসা সেবাগ্রহীতাগণ এনআইডি কার্ড, জন্মনিবন্ধন সনদ, বাল্য বিয়ে, ইভটিজিং সহ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং তাৎক্ষণিক বেশকিছু সংখ্যক সমস্যার সমাধান দেয়া হয় ও অবশিষ্ট সমস্যা বা অভিযোগগুলো রেজিস্ট্রারভুক্ত করা হয়। যা আগামী ২ সপ্তাহের মধ্যে সমাধানের চেষ্টা করা হবে বলে জানা গেছে। 

গণশুনানি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন শিকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাবিল ফারাবী, অফিসার ইনচার্জ (অপারেশন) আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ মো.খালেদ হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.মুজাহিদুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম জিন্নাত সুলতানা। 

গুমান মর্দ্দন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান ও পরিষদ সদস্যগণ এ গণশুনানি অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

আর//দৈনিক দেশতথ্য//৩১ আগষ্ট-২০২২