বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন ও বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে কালীগঞ্জ উপজেলার কোলা বাজার থেকে কোলা ইউয়িনের সাবেক চেয়ারম্যান আয়ুব হোসেন মোল্লার আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে কোলা বাজারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় আওয়ামী লীগের শত শত নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে অংশ নেয়। পরে অনুষ্ঠিত শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানি, সাবেক চেয়ারম্যান আয়ুব হোসেন মোল্লাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন তুলে ধরে আগামীতে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহŸান জানান। সেই সাথে আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের নৈরাজ্য রুখে দিতে যার যার অবস্থান থেকে প্রতিবাদ করার আহŸান জানান।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১২ অক্টোবর ২০২৩

Discussion about this post