শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো মূল্যবোধ সৃষ্টি। আর মূল্যবোধ শিক্ষার্থীদের মাঝে মানবিকতার পাশাপাশি দায়িত্ববোধ জাগ্রত করে। আর বিশ্ববিদ্যালয় শুধুমাত্র জ্ঞান অর্জনের স্থান নয়, কেননা এটি জ্ঞান তৈরীর উৎস। তবে তার জন্য প্রয়োজন সঠিক গবেষণা।উন্নয়নের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে ২০২৫ সাল নাগাদ শিক্ষার গুণগতমান আরও কয়েকগুন বৃদ্ধি পাবে।
রোববার (৩ জুলাই) সন্ধ্যায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের আয়োজনে ‘International Conference on STEM and the 4th Industrial Revolution, ২০২২’ শীর্ষক ৩দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সামপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের ফলে সরকারের হাতধরে দেশ দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে চলেছে। আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের সাফল্যের অংশীদার হতে হবে। বিজ্ঞান চর্চার পাশাপাশি সাহিত্য, ইতিহাস, দর্শন বিদ্যার উপরেও সম্যক জ্ঞান অর্জন করতে হবে। কেননা শিক্ষা মানুষকে বাস্তবভিত্তিক, দক্ষ ও যোগ্য করে গড়ে তোলে।
মন্ত্রী বলেন, বর্তমানে আমরা দেখছি যে আমাদের নতুন শিক্ষাকার্যক্রম নিয়ে দেশব্যাপী চরম অসত্য ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকি বলা হচ্ছে ধর্ম শিক্ষা বাদ দেয়া হয়েছে। এটা একেবারেই ভুল ও অসত্য তথ্য। ধর্ম শিক্ষা চিরদিনই আবশ্যিক ছিল। এখনও আবশ্যিক আছে এবং ধর্ম শিক্ষাকে বাদ দেয়ার কোনো ধরনের পরিকল্পনা সরকারের কোনো দিন ছিল না, বর্তমানেও নেই।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য, প্রফেসর ড. সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে বক্তৃতা করেন, সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ও উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মৎ হোসনে আরা। আয়োজক কমিটির সভাপতি প্রফেসর ড. আফরোজা পারভীনের সভাপতিত্বে সম্মেলনে সকলকে স্বাগত জানান আয়োজক কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো: হায়দার আলী বিশ্বস।
সব শেষে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড bd Stem বেস্ট স্টুডেন্ট পেপার অ্যাওয়ার্ড’ প্রদান করেন।
আর//দৈনিক দেশতথ্য//৪ জুলাই-২০২২//

Discussion about this post