জামালপুর জেলায় সরিষাবাড়ী উপজেলায় সংসদীয় আসন ১৪১ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে প্রার্থী ৭ জন এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২ জন। বর্তমান হেভিওয়েট এমপি ডা. মুরাদ হাসান (ঈগল) প্রিন্সিপাল আব্দুর রশিদ (ট্রাক) বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের তারিখ মেহেদী (টেলিভিশন), তৃণমূল বিএনপি মো. সাইফুল ইসলাম (সোনালী আশ), জাতীয় পার্টির মো. আবুল কালাম আজাদ (লাঙ্গল) জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের গোলাম মোস্তফা জিন্নাহ (মশাল) ও আওয়ামী লীগের মাহবুবুর রহমান হেলাল (নৌকা) প্রতীক পেয়েছেন।
এদিকে সরেজমিনে জরিপের মাধ্যমে জানা গেছে ,ভোটাররা বলছেন যারা আমাদের বিপদে-আপদে এবং সুখ-দুঃখের পাশে থাকবে তাকে আমরা যোগ্য প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত করব।
জামালপুরের রিটার্নিং কর্মকর্তা দৈনিক দেশ তথ্য বাংলার প্রতিনিধিকে জানান ,জামালপুরের ৫টি সংসদীয় আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) জামালপুর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে প্রতীক বরাদ্দ দেওয়ার কার্যক্রম শুরু হয় জামালপুর-১,২,৩,৪ ও ৫ আসনের ২৬ জন প্রার্থীকে তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
রুবেল//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২২,২০২৩//

Discussion about this post