Print Date & Time : 20 July 2025 Sunday 1:40 am

সরিষাবাড়ীতে ইউএনও অফিসে অগ্নিকান্ড

জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ভুষ্শিভুত হয়ে গেছে বলে জানা যায়।

রোববার (১৬ এপ্রিল) সকাল ৭টায় সরিষাবাড়ী উপজেলার পরিষদের তৃতীয় তলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৭টায় আগুন লাগে। চারিদিকে আগুন ছড়িয়ে যাওয়ার আগে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান জানান সকালে ইউএনও অফিসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা জানান, আমি সকাল ৭টায় আগুন লাগার খবর পাই। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগায় অনেক ক্ষতি হয়ে গেছে। এতে অফিসের সকল গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ১৭,২০২২//