জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১০জন আহত হয়েছে।
মঙ্গলবার (২৮ডিসেম্বর) দুপুরে সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের প্রসাদপুর গ্রামের মজিবর মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান প্রসাদপুর গ্রামের মৃত মিছির আলীর ছেলে।
স্থানীয়রা জানান, পরাজিত দুই মেম্বার প্রার্থী রহমত উল্লাহ ও মন্টু মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে পরাজিত মেম্বার প্রার্থী রমহত উল্লাহর সমর্থক আসাদুজ্জামান (৫৫) গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতা নয়, জমির মাটি কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫জন আটক হয়েছে।