জেলার সরিষাবাড়ী পৌর সভার আরামনগর বাজারের পাশেই ময়লা আবর্জনার স্তূপ ডাস্টবিন ছেড়ে রাস্তার উপর থাকায় দূর্গন্ধে পথচারীদের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
যেখানে ময়লা-আর্বজনা স্তূপ করে রাখা হয়েছে ঠিক তার পাশেই রয়েছে আরামনগর বাজার আহলে হাদিস জামে মসজিদ। যে মসজিদে প্রতিদিন মুছুল্লীগণ প্রচন্ড দূগন্ধ উপেক্ষা করে নামাজ আদায় করতে আসেন।
সম্প্রতি কয়েক দিনের লাগাতার বৃষ্টির পানি জমে ময়লা আবর্জনা পচে গলে উদ্ভট দূর্গন্ধের সৃষ্টি হওয়ায় পথচারীসহ ব্যবসায়ী মহল অতিষ্ঠ হয়ে পড়েছে।দীর্ঘদিন ময়লা আবর্জনা পরিষ্কারের তৎপরতা না থাকায় দূর্গন্ধে বাতাস ভারী হয়ে স্বাভাবিক জীবন যাপন ব্যহত হওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
গতকাল রোববার দুপুরে সরজমিনে পরিদর্শন ও পথচারী এবং স্থানীয় ব্যবসায়িদের নিকট থেকে জানা যায়, সরিষাবাড়ী পৌর সভার অতীব গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রাণ কেন্দ্র বলে খ্যাত আরামনগর বাজার। গুরুত্বপূর্ণ এ বাজারটিতে রয়েছে অসংখ্য ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান, সাতপোয়া ভূমি অফিস, রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়, সালেমা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়, সরিষাবাড়ী সাব রেজিষ্ট্রার অফিস,একাধিক মসজিদ ও মন্দিরসহ রয়েছে কাঁচা বাজার মাছ মাংসের বাজার।পাইকারী ও খুচরা অনেক ছোট বড় ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে বহু পুরনো।প্রতিদিন বহু দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ তাদের নিত্য দিনের প্রয়োজনীয় কেনা কাটা করতে এ আরামনগর বাজার তাদের একমাত্র ভরসা।অনেকগুলো বাসা বাড়ী বা আবাসিক ভবনও রয়েছে বাজারটিতে। বাজারের মাঝেই অবস্থিত পৌরসভা নিয়ন্ত্রিত দ্বিতল বিশিষ্ট পৌর মার্কেট।পৌর মার্কেটের পশ্চিম উত্তরে অদূরে এবং অবস্থিত বাজার মসজিদের মাঝামাঝি স্থানে পাকা রাস্তার পাশেই স্থাপিত রয়েছে ডাষ্টবিন।দীর্ঘদিন ধরে ডাষ্টবিনে জমানো ময়লা আবর্জনায় পূরিপূর্ণ হলেও তা অপসারণ না করায় পরিবেশ দূষিত হচ্ছে।গত কয়েক দিনের টানা বৃষ্টিতে রাস্তায় খানা খন্দে পানি জমে এমনিতেই মানুষের ভোগান্তির শেষ নেই।
এ সংক্রান্ত বিষয়ে পৌর মেয়র মনির উদ্দিন কাছে জানতে চাইলে তিনি বলেন , অতি দ্রুতই ময়লা অপসারণের ব্যবস্থা নেয়া হবে এবং এ নিয়ে কাজ চলমান আছে।
দৈনিক দেশতথ্য//এইচ/