জামালপুরের সরিষাবাড়ীতে “সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাব” এর নয়া কমিটিতে দৈনিক গণমুক্তি ও জামালপুর দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ গুলজার হোসেন সভাপতি ও জাতীয় দৈনিক ভোরের দর্পণ-এর উপজেলা প্রতিনিধি এবং দৈনিক আমাদের সংগ্রাম অনলাইন পোর্টাল এর জেলা প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নব প্রত্যেয়ে কমিটি গঠনের স্বার্থে দীর্ঘ এক বছর পর ক্লাবের সকল কার্যকরী সদস্য তাদের দায়িত্ব থেকে অব্যাহতি নেন।
পরে জরুরী সভায় সকল সাংবাদিকদের উপস্থিতে দুই সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।নির্বাচন কমিশন সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির নির্বাচনের দিন ধার্য করেন। নির্ধারিত দিনে ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত হয়ে প্রথমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের নির্বাচনে অংশগ্রহণ করে।গোপন ব্যালটের মাধ্যমে ঘন্টাব্যাপী এ নির্বাচন অনুষ্ঠিত হয়।পরে নির্বাচন কমিশন ফলাফল ঘোষনা করেন। সর্বাধিক ভোট পেয়ে
সভাপতি হিসেবে দৈনিক গণমুক্তি ও জামালপুর দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ গুলজার হোসেন সভাপতি ও দৈনিক ভোরের দর্পণ-এর উপজেলা প্রতিনিধি এবং জনপ্রিয় অনলাইন পোর্টাল “দৈনিক আমাদের সংগ্রাম” এর জেলা প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়। কার্যকরী পরিষদ এর অন্যান্য পদের নির্বাচন আগামী এক মাসের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবে ঘোষনা দিয়ে এবং সকলকে ধন্যবাদ দিয়ে নির্বাচন কমিশন ঐ দিনের জন্য কার্যক্রম ইতি করেন।
সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম দৈনিক দেশ তথ্য বাংলাকে জানান পূর্বের কমিটিকে অব্যাহতি দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post