গত রাতে (১৭ জুন/২০২২) ০৩.০৫ মিনিটিরে দিকে র্যাব ১২ এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ০১নং রামকৃষ্ণ ইউনিয়নের অন্তর্গত ভট্র মাঝড়িয়া পাড়া গ্রামস্থ আসামী মোঃ হেলাল এর বসত বাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ছে। সেখান থেকে ৪৫ (একশত পয়তাল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ৩৪ (চৌত্রিশ) গ্রাম হেরোইন এবং ০২ টি গাঁজার গাছ (ওজনঃ ৫ কেজি ৮০০ গ্রাম) সহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাহাদের নিকট থেকে ০১ টি চাইনিজ কুড়াল,০১ টি স্টিলের কাভারযুক্ত ছোরা, মাদক ক্রয়-বিক্রয় ও বহনের এর কাজে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল ও ০২ টি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ হেলাল (৪৪),পিতা-মৃত- মোঃ হাবিবুর রহমান, সাং- ভট্র মাঝড়িয়া, থানা- সলঙ্গা, জেলা- সিরাজগঞ্জ, ২। মোঃ আব্দুল আলীম (৪০), পিতা- মৃত- শাহেদ আলী, সাং- কাশিয়ার চর, থানা- সলঙ্গা, জেলা- সিরাজগঞ্জ, ৩। মোঃ হযরত আলী (২৪), পিতা- মোঃ আফছার আলী, সাং- ওলিদহ, থানা- সলঙ্গা, জেলা- সিরাজগঞ্জ, ৪। মোঃ ফরজ আলী (৪৮), পিতা- মৃত- মোজাহার আলী, সাং- বানিয়াকইর, থানা- উল্লাপাড়া, জেলা- সিরাজগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ১৭,২০২২//