Print Date & Time : 22 April 2025 Tuesday 2:33 pm

সস্ত্রীক খুলনার আবু নাসের হাসপাতালের ফার্মাসিস্টের বিরুদ্ধে মামলা

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের বরখাস্ত হওয়া
ফার্মাসিস্টি সুধাংশু শেখর বাড়ই ও তার স্ত্রী তুলসী রানী বাড়ইয়ের
বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২০ মার্চ) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারীপরিচালক তরুন কান্তি ঘোষ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে ১ কোটি ২৯ লাখ ১২ হাজার ৮২৩ টাকার অবৈধ সম্পদের তথ্য গোপন ও ১ কোটি ৫২ লাখ ৮০ হাজার ৬৭৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
আনা হয়েছে। তাদের অবৈধ সম্পদের মধ্যে রয়েছে নিজ নামে খুলনায় ০.০৮৯০ একর জমির ওপর নির্মিত তিনতলা ভবন ও স্ত্রীর নামে খুলনা সদরে চারতলা ভবনসহ অস্থাবর সম্পত্তি।

দুদকের দায়েরকৃত মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের বরখাস্ত হওয়া ফার্মাসিস্টি আসামি সুধাংশু শেখর বাড়ই তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে স্থাবর-অস্থাবরসহ ৭৯ লাখ ২২ হাজার ৬০১
টাকার সম্পদ দেখিয়েছেন। কিন্তু সম্পদ বিবরণী যাচাইকালে তার নামে স্থাবর ওঅস্থাবরের প্রকৃত মূল্য পাওয়া যায় ১ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার ৪২৪ টাকা।
অর্থাৎ তিনি ১ কোটি ২৯ লাখ ১২ হাজার ৮২৩ টাকার অবৈধ সম্পদের তথ্য গোপন
করেছেন।

এছাড়া দুদকের অনুসন্ধানে ১ কোটি ৫২ লাখ ৮০ হাজার ৬৭৫ টাকার জ্ঞাতআয়বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়া গেছে। আসামিদের বিরুদ্ধে দুদক আইন,২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলাটি দায়ের করা হয়।

দৈনিক দেশতথ্য//এসএইচ//