Print Date & Time : 12 May 2025 Monday 4:38 am

সহিংসতা প্রতিরোধে জেন্ডার ভিত্তিক সংলাপ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে অভিভাবকদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়ন পরিষদে এ সংলাপের আয়োজন করে এইড’র জেন্ডার ভিত্তিক জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলা প্রকল্প। এসময় বক্তব্য রাখেন, কুমড়াবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, এইড’র উপজেলা সামাজিক সহায়তা কমিটির সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক সুরাইয়া পারভীন মলি, এইড’র জেন্ডার ভিত্তিক জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলা প্রকল্প’র সমন্বয়কারী খন্দকার আশরাফুন্নাহার আশা প্রমুখ। বক্তারা, নারী ও কন্যা শিশুর সহিংসতা প্রতিরোধে অভিভাবকদেও সচেতন হওয়ার আহবান জানান।

এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ১৭,২০২২//