Print Date & Time : 11 May 2025 Sunday 3:23 am

সাঁতারে চ্যাম্পিয়ন কুষ্টিয়ার মিম ও সাগরিকা

সুলতানা কামাল আন্ত জেলা মহিলা সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছিল কুষ্টিয়ার চয় ক্ষুদে সাঁতারু।  ২৬ হতে ২৮ মে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় তাঁরা দলগত ভাবে চ্যাম্পিয়ন হয়েছে।

বিজয়ীদের সকলেই আমলা সাগরখালী সুইমিং ক্লাবের সদস্য। ব্যক্তিগত ভাবে চ্যাম্পিয়ন হয়েছেন মীম এবং সাগরিকা। এই দুজনই কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী। অংশ গ্রহনকরী সকলকে অভিনন্দন জানিয়েছেন মিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুনসহ বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

এ সাঁতার প্রতিযোগীতার প্রশিক্ষক টিম লিডারের দায়িত্ব পালন করেন ক্রীড়া প্রেমী মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন। উল্লেখ্য এই সুইমিং ক্লাবের সদস্যরা দেশে ও বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নিয়ে স্বর্ণ, রুপা ও ব্রঞ্জ জিতে সুনাম অর্জন করেছেন। আমলা সাগরখালী সুইমিং ক্লাবকে অনুদান দিলে সাঁতারে তারা আরো সুনাম বয়ে আনতে পারে বলেও মন্তব্য করেন এলাকায় সাঁতার প্রেমী অভিভাবকবৃন্দ।  

এবি//দৈনিক দেশতথ্য//মে ২৮,২০২২//