নিজস্ব প্রতিবেদক : দৈনিক জনতা পত্রিকার যশোর জেলা প্রতিনিধি ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদের বাড়ি-ঘরে হামলা ও তাকে স্বপরিবারে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন কুষ্টিয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
যশোর ঝুমঝুমপুর নিরিবিলি এলাকার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে মাদক ব্যবসায়ী-সন্ত্রাসীরা সাংবাদিক দিনুর বাড়ি-ঘরে হামলা ও তাকে সপরিবারে হত্যার হুমকি দেয়।
এক যুক্ত বিবৃতিতে কুষ্টিয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দ বলেন, সাহসী সাংবাদিক নেতা শেখ দিনু আহমেদের কিছু হলে সারাদেশের সাংবাদিকরা চুপ করে বসে থাকবে না। ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলনের মাধ্যমে মাদক ব্যবসায়ী-সন্ত্রাসীদের শিকড় উপড়ে ফেলা হবে। নেতৃবৃন্দ অবিলম্বে দোষী সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন।