Print Date & Time : 11 July 2025 Friday 5:39 pm

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সাংবাদিক বাবুল আকতারকে সম্মাননা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দৈনিক যায়যায় দিন ও দৈনিক সোনার দেশ পত্রিকার সাপাহার উপজেলা প্রতিনিধি এবং সাপাহার প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক বাবুল আকতারকে সম্মাননা স্মারক প্রদান করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)।

শনিবার (২৪ মে) বিকেলে উপজেলা রিক আফিসে আয়োজিত “সমৃদ্ধি উন্নয়ন মেলা ও ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫”-এ এই সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা স্মারকটি তুলে দেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আব্দুল আজিজ, উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন এবং রিক-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, সাংবাদিক বাবুল আকতার দীর্ঘদিন ধরে সাপাহার উপজেলার সামাজিক, অর্থনৈতিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে নিষ্ঠার সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছেন, যা সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে।

রিক-এর পক্ষ থেকে জানানো হয়, তাঁর এই অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়েছে, যা ভবিষ্যতেও সাংবাদিক সমাজকে উৎসাহিত করবে।