Print Date & Time : 13 September 2025 Saturday 12:22 am

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মধুপুরে প্রতিবাদ সভা

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় টাঙ্গাইলের মধুপুর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ অক্টোবর সোমবার সন্ধ্যায় মধুপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রতিবাদ সভায় প্রেসক্লাবের সভাপতি দৈনিক সংবাদ ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি হাবিবুর রহমান এতে সভাপতিত্ব করেন।

সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের প্রতিনিধি এস এম শহীদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা অধ্যাপক জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ভোরের কাগজের প্রতিনিধি অধ্যাপক আঃ আজিজ, আজকের পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি আনোয়ার সাদাৎ ইমরান, সাবেক সহ-সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ (দি নিউজ টাইমস), কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন (মানবজমিন), কার্যকরি সদস্য লিটন সরকার (সকালের সময়), সদস্য আলকামা শিকদার বাংলাদেশ (বুলেটিন), সাংবাদিক নাজিবুল বাশার (যুগধারা) ও লিয়াকত হোসেন জনি (আমাদের নতুন সময়) ।

পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিকদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। সাংবাদিক রফিকুল ইসলাম ভূঁইয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত ও পরিবারের প্রতিবেদনা জানানো হয়।

দৈনিক দেশতথ্য//এইচ//