Print Date & Time : 24 April 2025 Thursday 1:58 pm

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন

রাজধানীতে বিএনপির সমাবেশে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১ টায় যশোর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

ইউনিয়নের সভাপতি মনোতোষ বসুর নেতৃত্বে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অর্ধশতাধিক সংবাদকর্মী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর এমন বর্বরোচিত হামলা কোনভাবেই কাম্য নয়। সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে ৷

মানববন্ধনে বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুন অর রশিদ, জেইউজে সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি ওয়াহাবুজ্জামান ঝন্টু, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন ।
গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশে বিভিন্ন মিডিয়ার অনন্ত ২৭ জন সংবাদকর্মীর উপর হামলা করা হয়েছে৷

দৈনিক দেশতথ্য//এইচ//