ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এ্যাড. আ. ক. ম মোজাম্মেল হক এমপি বলেছেন, আমি সব সময় যেটা মনে করি উন্নয়নের জন্য বস্তুু নিষ্ঠ সংবাদ আপনারা তোলে ধরবেন। সেটা যেন কখনই রাষ্ট্রের স্বার্থ বিরোধী না হয়। দৃষ্টি গোচর করার জন্য ট্রেন্ডার হয় না, সময় মতো কাজ হয় না, ক্ষতিগ্রস্থ রাস্তাসহ বিভিন্ন জনদুর্ভোগের সংবাদ তুলে ধরবেন। এতে সরকারের কোনো ক্ষতি হবে না। বরং সরকারের পক্ষ থেকে সেসব সমস্যার দ্রুত সমাধান করা হবে।
তিনি গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকায় তাঁর নিজ বাস ভবনে কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটি ও সদস্যদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন।
সৎ সাংবাদিকতার ভাষা মার্জিত উল্লেখ করে মন্ত্রী বলেন, সাংবাদিকদের দায়িত্বই হচ্ছে, গঠনমুলক সমালোচনা করা। সাংবাদিকদের কাজের দুইটা দৃষ্টি ভঙ্গি আছে। একটা হচ্ছে, কাউকে হেয় প্রতিপন্য করা অপরটি হচ্ছে একজনের ভুলত্রুটি ধরিয়ে তার পরামর্শ দেওয়া। সৎ সাংবাদিকতা হচ্ছে, মানুষকে সচেতন করা, সরকার বা দেশকে পরামর্শ দেওয়া। তবে সাংবাদিকদের সঠিক কথা বলা উচিত। এতে যেমন মানুষের কাছে প্রশংশিত হবেন, তেমন সাংবাদিকদের পেশাগত সম্মান মর্যাদা বাড়বে।
তিনি বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্বে যারা যত বেশি সক্রিয় থাকবে, তারা তত বেশি সফল হবেন। বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন ভাবে ঘুরাফেরা করার পর যারা প্রেসক্লাবে যত বেশি বসবেন বা সময় দিবেন, তাদের পেশাগত কার্যক্রম তত বেশি গতিশীল থাকবে। প্রেসক্লাব চলবে যারা সদস্য আছেন, তারা যতক্ষন সক্রিয় থাকবেন। সাংবাদিকরা যদি নিয়মিত প্রেসক্লাবে বসেন তা হলে কিন্তু প্রেসক্লাব প্রানবন্ত থাকবে। প্রেসক্লাব করলাম কিন্তু সময় মতো খোলা হয় না, সেখানে যদি সুযোগ-সুবিধা না থাকে। তাহলে পেশাগত দায়িত্ব পালনে সৃজনশীল হওয়া দুঃসাধ্য হয়ে উঠে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সভাপতি ইমারত হোসেন, সহ-সভাপতি কাজী আহসানুল হাবীব শেখর, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, যুগ্ম সাধারন সম্পাদক সাগর আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক আফসার খান বিপুল, তথ্য ও গবেষণা সম্পাদক ফজলুল হকসহ কার্যনির্বাহী কমিটির ও অন্যান্য সকল সদস্যরা।
দৈনিক দেশতথ্য///এস//

Discussion about this post