সিলেট প্রতিনিধি : সিলেটের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল কতৃপক্ষ।
মঙ্গলবার দুপুরে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ কনফারেন্স রুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ও নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী।
সাংবাদিকদের উদ্দেশ্যে সভার সভাপতি অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, সিলেটে একমাত্র নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে সবধরনের অপারেশন অন্যান্য হাসপাতাল ও ক্লিনিক থেকে প্রায় অর্ধেক মূল্যে করা হয়ে থাকে, যা সিলেটের অনেক মানুষের জানা নেই।
তাই সাংবাদিকদের উদ্দেশ্যে সভাপতি বলেন, এই ধরণের সংবাদ জনসাধারণকে জানানোর জন্য সংবাদ মাধ্যমই একমাত্র পন্থা। নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্য হচ্ছে যেন সিলেটের আপামর জনগণ সিলেটের বাইরে থেকে চিকিৎসা না নেয়।
সভায় অধ্যাপক ডাঃ গুলজার আহমেদ বলেন, একমাত্র সিলেটের মানুষের মায়ায় ঢাকার স্কয়ার হাসপাতাল থেকে তিনি নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করেন। তিনি আরও বলেন, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে কলোরেকটাল সার্জারির সবধরনের অপারেশন অত্যন্ত দক্ষতার সাথে করা হয়ে থাকে।
অনকোলজি বিভাগের অধ্যাপক ডাঃ দেবাশীষ পাটোয়ারী বলেন, নর্থ ইষ্ট ক্যান্সার হাসপাতাল সিলেটে একমাত্র স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল হওয়ায় এখানে রোগীর চাপ অনেক বেশি।
প্রায় সময়ই রোগীকে ভর্তি হতে হলে অপেক্ষা করতে হয়। তিনি আরও বলেন, যে সকল ক্যান্সারের রোগী আমরা পাই তার মধ্যে বেশিরভাগ রোগী মুখের ক্যান্সারে আক্রান্ত হয়।
অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ আলমগীর আদিল সামদানি বলেন, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল হাইওয়ের পাশে হওয়ায় প্রতিদিন অসংখ্য রোড এক্সিডেন্ট হয়ে আসে, যাদের বেশিরভাগকেই ইমার্জেন্সি চিকিৎসা প্রদান করা হয়।
শুধুমাত্র হাড় ভাঙা রোগীর চিকিৎসা নয়, এখানে হিপ ও নি রিপ্লেসমেন্টের চিকিৎসাও নিয়মিত করা হয়ে থাকে।
নাক, কান, গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ খালেন আহমদ বলেন, গত এক বছরের নাক, কান, গলা বিভাগের তথ্য-উপাত্ত তুলে ধরেন এবং সহযোগী অধ্যাপক ডাঃ আজহারুল ইসলাম রানা নাক, কান, গলা বিভাগের অপারেশনের বিভিন্ন তথ্য প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন।
কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ ইকবাল আহমেদ বলেন, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল শুধুমাত্র সিলেটবাসীর কথা চিন্তা করে ২০০৮ সালে অধ্যাপক (এমিরিটাস) ডাঃ সুফিয়া রহমানের তত্ত্বাবধানে প্রথম ক্যাথল্যাব প্রতিষ্ঠা করেন, যা সেই সময় একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল।
ডেন্টাল ইউনিটের প্রধান অধ্যাপক ডাঃ ইমরান আহমেদ ওরাল ক্যান্সারের উপর বিশেষ তথ্য তুলে ধরেন এবং সিলেটে নর্থ ইষ্ট মেডিকেল ডেন্টাল ইউনিটে ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি নিয়মিত করা হয়ে থাকে।
ক্রিটিকাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মহসিন মামুন টার্মিনাল কেয়ারের ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন। সিলেটে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল ব্যতীত অন্য কোথাও ক্রিটিকাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ নেই। নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ডাঃ মহসিন মামুনের তত্ত্বাবধানে মুমূর্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে।
সভাশেষে নর্থ ইষ্ট মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও হাসপাতাল পরিচালক অধ্যাপক ডাঃ মোহাম্মদ আফজল মিয়া সাংবাদিকদের মাধ্যমে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের এই তথ্য-উপাত্তগুলি জনসাধারণের নিকট পৌঁছে দেওয়ার আহ্বান করেন এবং নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নতুন নতুন বিভাগ ও চিকিৎসা সেবার যন্ত্রপাতি অন্তর্ভুক্ত করার তথ্য তুলে ধরেন যাতে সিলেটবাসী একই ছাদের নিচে সবধরনের চিকিৎসা সেবা পায়। সেই লক্ষ্যে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল কাজ করে যাচ্ছে।