Print Date & Time : 12 May 2025 Monday 9:31 pm

সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে : এমপি হেলাল

রাশেদুজ্জামান,নওগাঁ প্রতিনিধি: নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল বলেছেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। সমাজ থেকে অনিয়ম দুর করে দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে সাংবাদিকদের কাছে তথ্য এড়িয়ে
যাওয়ার কোনো অবকাশ নেই।

শনিবার ২১ জানুয়ারী আত্রাই প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ব্লেজার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশ ও সমাজ থেকে সব ধরনের অপকর্ম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে সাংবাদিকদের ভূমিকা অতুলনীয়। এসময় তিনি সাধারণ জনগণ যাতে অপসাংবাদিকতার স্বীকার না হয়, সেদিকে লক্ষ্য রেখে সাংবাদিকদের কাজ করে যাবার আহবান জানান।

আত্রাই প্রেস ক্লাবের সভাপতি তপন কুমার সরকার এর সভাপতিত্বে সাধারন সম্পাদক আবু হেনা মোস্তফা কামালের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক,উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, ওসি তদন্ত লুৎফর রহমান, সাংবাদিক,আব্দুর রহমান রিজভি,রুহুল আমীন, আল আমিন মিলন, নাজমুল হোসেন সেন্টু, সোহেল রানা, নাজমুল হক নাহিদ, এমরান মাহমুদ প্রত্যয়, আব্দুল মান্নান, সাবেদ আলী, ফিরোজ হোসেন, হারুন অর রশিদ, খালেকুজ্জামান, খালেদ বিন ফিরোজ, খালেক হোসেন প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এসএইচ//