Print Date & Time : 2 July 2025 Wednesday 5:47 am

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সুদীপ্ত শাহীন, লালমনিরহাট: লালমনিরহাটে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক প্রথম আলোর আবদুর রব সুজন, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আনিছুর রহমান লাডলা সহ ৫ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে লালমনিরহাট প্রেসক্লাবে নেতৃবৃন্দ একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন। বাংলাদেশ প্রেসক্লাবের জেলা শাখার সভাপতি এসআর শরিফুল ইসলাম রতনের সভাপতিত্ব করে। বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি দৈনিক যুগের আলো জেলা প্রতিনিধি আহমেদুর রহমান মুকুল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠের সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীন, প্রেসক্লাবের সদস্য একাত্তর টিভির জেলা প্রতিনিধি উত্তম রায়, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাহী সদস্য আবির হোসেন সজল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাওছার মাহমুদ, সাঈদ মাহমুদ, এসকে সাহেদ, সহ সাধারণ সম্পাদক সাহিদ বাদশা বাবু, কোষাধ্যক্ষ হেলাল হোসেন কবির, প্রচার সম্পাদক মাসুদ রানা রাশেদ, প্রমুখ।

উল্লেখ্য, গত ১২ আগস্ট দৈনিক প্রথম আলোর, যমুনা টিভি সাংবাদিক সংবাদ সংগ্রহ করে ফেরার পথে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজিজার রহমান মন্ডলের নেতৃত্বে হামলা চালিয়ে ক্যামেরা, মোবাইল, ক্যামেরা স্টান্ড ছিনিয়ে নেয়। ছিনিয়ে নেওয়া স্টান্ড দিয়েই হামলা করে ৫ জনকে গুরুতর আহত করে।

দৈনিক দেশতথ্য//এল//