এম.এস ইসলাম, ঝিনাইদহ : জন্মভূমিতে শেষ শ্রদ্ধা নিবেদন এবং সমাহিত হল ঝিনাইদহের কৃতি সন্তান দেশ রুপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিব।
ঢাকাতে দুই দফা জানাজা শেষে শুক্রবার বিকাল ৫টায় তার মরদেহ ঝিনাইদহ প্রেসক্লাব চত্তরে এসে পৌঁছে।
সেসময় ঝিনাইদহের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সেলিম রেজা , সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সাবেক সভাপতি সাইফুল মাহমুদ, সাবেক সাধারন সম্পাদক নিজাম জোয়াদার বাবলু, আজাদ রহমান, ফয়সাল আহমেদ, দেশরুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি এম রবিউল ইসলাম রবিসহ ঝিনাইদহের সকল সাংবাদিকবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা শেষে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
জানাযায় সাংবাদিক, প্রশাসন, পুলিশ বিভাগ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।
৫টার পরে তার মরদেহ গাড়িটি অমিত হাবিবের নিজ গ্রামের বাড়ি জেলার মহেশপুর উপজেলার কাজীর বেড় গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন হয়।
আর//দৈনিক দেশতথ্য//৩০ জুলাই-২০২২//

Discussion about this post