Print Date & Time : 24 August 2025 Sunday 1:13 am

সাংবাদিক আজাদ তালুকদার এর জন্য দোয়া মাহফিল

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
একুশে পত্রিকা ও দৈনিক সকাল সন্ধ্যার সদ্য প্রয়াত সম্পাদক আজাদ তালুকদারের আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে হাটহাজারী প্রেস ক্লাব কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

একুশে পত্রিকার হাটহাজারী প্রতিনিধি মো.আলাউদ্দীনের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রেস ক্লাব কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি কেশব কুমার বড়ুয়া, সাধারন সম্পাদক হোসেন মোহাম্মদ মনসুর আলী, সহ-সভাপতি মোহাম্মদ হোসেন, দপ্তর সম্পাদক আবু তালেব, নির্বাহী সদস্য মো. খোরশেদ আলম শিমুল, সদস্য দিদারুল আলম দুলাল, আজিজুল ইসলাম, একে এম নাজিম, মো.পারভেজ প্রমূখ।

দোযা মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা বেলাল উদ্দীন।

উল্লেখ্য, এক সন্তানের জনক আজাদ তালুকদার গত বুধবার ২ আগস্ট ভোররাত ৩ টা ৪৫ মিনিটে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। গত বুধবার বাদ জোহর নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে প্রথম, চট্টগ্রাম প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ায় নেওয়া হয়। সেখানে তৃতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হয়।

দৈনিক দেশতথ্য//এস//