Print Date & Time : 24 August 2025 Sunday 7:15 pm

সাংবাদিক আলমগীর মহিউদ্দিন আর নেই

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক নয়াদিগন্তের সাবেক সম্পাদক প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিন আর নেই।
তিনি আজ বেলা ১.৩০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইডি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আলমগীর মহিউদ্দিন ১৯৪২ সালের ১ মার্চ নাটোর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি চাঁচকৈড় নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। পরে রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি সাংবাদিকতা শুরু করেন ১ ফেব্রুয়ারি ১৯৫৯ সালে।

আজ ২৩ আগস্ট ২০২৫, শনিবার বাদ মাগরিব মরহুমের জানাজা মনিপুরিপাড়া কৃষি ল্যাবরেটরিজ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া আলমগীর মহিউদ্দিন-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।