Print Date & Time : 27 July 2025 Sunday 10:53 am

সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার নির্বাহী কমিটির সভা

সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার নির্বাহী কমিটির সভা গতকাল প্রেসক্লাব স্কয়ার ডিসি কোর্ট চত্বরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। সভা সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান।

 বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, কোষাধ্যক্ষ ইমরান পাপ্পু, দপ্তর সম্পাদক ফিরোজ কায়সার, প্রচার ও প্রকাশনা সম্পাদক চাঁদ আলী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য জাহিদুজ্জামান।

সভায় আগামী ২০ জানুয়ারি শনিবার বার্ষিক সাধারণ সভা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার মেহেরপুর ইউনিট অনুমোদন, নতুন সদস্য অনুমোদন, নিজস্ব কার্যালয় ও মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সাংবাদিক আবাসন পল্লী, তহবিল গঠন, ২০ জানুয়ারীর আগেই বার্ষিক চাঁদা পরিশোধসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৩ জানুয়ারি ২০২৪