কুষ্টিয়া অফিস: কুষ্টিয়ার সাংবাদিক এম এ মান্নান (৫৬) ঘুমন্ত অবস্থায় মারা গেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না-ইলাইহে রাজিউন)। তিনি কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য, দৈনিক খবরপত্রের জেলা প্রতিনিধি ও দৈনিক বজ্রপাত পত্রিকার সাংবাকি ছিলেন। সোমবার রাতে আলফা মোড়স্থ ভাড়া বাসায় ঘুমন্ত অবস্থায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
মুত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘ ২ যুগেরও অধিক সময় সাংবাদিকতায় নিয়োজিত ছিলেন তিনি। তার মৃত্যুতে জেলা জুড়ে সাংবাদিক সমাজের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর সংবাদে সহকর্মীরা ছুটে যান মরহুমের গ্রামের বাড়ি মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের সুধিরাজপুর গ্রামে। গতকাল মঙ্গলবার দুপুরে নিজ গ্রামে জানাযা শেষে তাকে দাফন করা হয়। দাফনের পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের (কেপিসি) সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, দৈনিক বজ্রপাত পত্রিকার নির্বাহী সম্পাদক সাহেদ হাসান।
এসময়ে মিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমন, পোড়াদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার ওমর ফারুক কুদ্দুস, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সহ-সভাপতি জোমারত আলী, সাফ সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এবাদত হোসেন কমল, দৈনিক বজ্রপাত পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার বাহারুল ইসলামসহ সাংবাদিক, শিক্ষক ও শোকাহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন, দৈনিক বজ্রপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক সিহাব উদ্দিন, নির্বাহী সম্পাদক সাহেদ হাসান, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুকুল, মিরপুর প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদার, সাবেক সভাপতি আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমন, সাধারণ সম্পাদক মজিদ জোয়ার্দার প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post