মীর আনোয়ার হোসেন টুটুল:
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে এবং গ্রেফতাকৃতদের ফাঁসিসহ দ্রুত বিচারের দাবিতে ফুঁসে উঠেছে টাঙ্গাইলের কর্মরত সাংবাদিকরগন।
আসাদুজ্জামান তুহিনের ঘাতকদের দৃষ্টান্ত মুলক শাস্তিসহ ফাঁসির দাবীতে চলছে গত দুই দিন ধরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী।
আজ শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এক কর্মসূচী পালন করা হয়।
কর্মসূচীতে টাঙ্গাইলের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের লোকজন অংশ নেয়।
টাঙ্গাাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রবীণ সাংবাদিক মো. শামসাদুল আখতার শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহব্বত হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, সাপ্তাহিক পুর্বাকাশের সম্পাদক ও প্রবীণ সাংবাদিক এডভোকেট খান মোহাম্মদ খালেদ ও মির্জা মাসুদ রুবলসহ আরো অনেকে।
একই দাবিতে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধনসহ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল প্রেস ক্লাব এ কর্মসুচীর আয়োজন করেন। টাঙ্গাইল প্রেস ক্লাবের এই কর্মসুচীতে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটি সমর্থন জানিয়ে বিভিন্ন কর্মসুচী ঘোষনা দেন।
টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক শামীম আল মামুন, কাজী তাজউদ্দিন রিপন ও মামুনুর রহমান মামুন প্রমুখ।
এছাড়া একই দাবিতে মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি, মির্জাপুর প্রেস ক্লাব, বাসাইল রিপোর্টার্স ইউনিটি, সখীপুর প্রেস ক্লাব, সখীপুর রিপোর্টার্স ইউনিটি, কালিহাতি, ভুয়াপুর, ঘাটাইল, মধুপুর, দেলদুয়ার, গোপালপুর ও নাগরপুর উপজেলার প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির কর্মরত সাংবাদিকগন মানববন্ধনসহ প্রতিবাদ সমাবেশ করে যাচ্ছেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, বিগত সরকারের শাসনামলেও সারা দেশে অনেক সাংবাদিক হত্যাসহ নানা ভাবে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু এখন পর্যন্ত তাদের কোন বিচার হয়নি। বর্তমান সরকারের সময়ে এভাবে সাংবাদিক হত্যা মেনে নেওয়া যায়না। গাজীপুরে আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডে গ্রেফতাকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত টাঙ্গাইলের সাংবাদিকগন রাস্তায় থাকবে বলে ঘোষনা দেওয়া হয়।