নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন -কেইউজে রেজিঃ নং- খুলনা: ২০৬৯।
শনিবার বেলা ১২টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন -কেইউজে’র সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে কর্মসূচি পরিচালনা করেন সাধারণ সম্পাদক শামিম উল হাসান অপু।
বক্তব্য রাখেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন -কেইউজে’র সদস্য ও কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র সভাপতি আবু বকর সিদ্দীক, কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মুজিবুল শেখ, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন -কেইউজে’র সাংগঠনিক সম্পাদক নূরুন্নবী বাবু, বাংলা ভিশন টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, এটিএন বাংলার খন্দকার তুহিন আহম্মেদ, সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল, যমুনা টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি রুহুল আমিন বাবু, দৈনিক সত্য খবর পত্রিকায় ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুল ইসলামসহ আরো অনেকে।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা করা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। দেশে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা মুক্ত সাংবাদিকতার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা এ ধরনের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সব সময় জনস্বার্থে কাজ করে থাকেন। তাদের উপর হামলা বা হত্যা মানে জনগণের কণ্ঠ রোধ করা। এ জন্য সরকারের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ও দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবিও তোলেন তারা।
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন -কেইউজে’র দপ্তর সম্পাদক এস এম মাহফুজ উর রহমানের সঞ্চালনায়
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জিহাদ, কোষাধ্যক্ষ এনামুল হক, প্রচার সম্পাদক খালিদ হাসান সিপাই, সদস্য শিহাব উদ্দিন , নাব্বির আল নাফিজ, মিরাজুল ইসলাম, আশরাফুল ইসলাম অনিক, এস এম রাসেল হাসান, হাসনাত রাব্বুল,আরাফাত জুবায়ের নয়ন, রাকিব হাসান শাওন, সামছুল ইসলাম ও রবিন প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে কুষ্টিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Discussion about this post