Print Date & Time : 10 August 2025 Sunday 11:15 pm

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভালুকায় মানববন্ধন

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ গাজীপুরে প্রকাশ্যে নির্মমভাবে খুন হওয়া সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকালে ভালুকা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় ভালুকা প্রেসক্লাবের সভাপতি এমএ মালেক খান উজ্জল, সহ-সভাপতি এমএ সবুর, আতাউর রহমান তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক মনির খান, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান ফজলু, কার্যনির্বাহী সদস্য আলমগীর হোসেন, রফিকুল ইসলাম রফিক, সাবেক সভাপতি এসএম শাহজাহান সেলিম, কামরুল হাসান পাঠান কামাল, সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী, সিনিয়র সাংবাদিক মোখলেছুর রহমান মনির, জহিরুল ইসলাম জুয়েল, রফিকুল ইসলামসহ ভালুকা উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিনের হত্যার দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। পাশাপাশি সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।