সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ন্যাশনাল সবুজ বাংলা পার্টি’র মহাসচিব সৈয়দ আহমদ শফী আশরাফী। আজ এক শোক বার্তায় নিহত সাংবাদিক নাদিম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
শোক বার্তায় ন্যাশনাল সবুজ বাংলা পার্টি’র মহাসচিব সৈয়দ আহমদ শফী আশরাফী বলেন, সাংবাদিক নাদিম হত্যার বিচার চাই। গণমাধ্যমের ওপর হামলা ক্ষমার অযোগ্য অপরাধ। সাংবাদিক নাদিম হত্যার ঘটনা মেনে নেয়া যায় না। সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি। একই সাথে নিহতের পরিবারের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ন্যাশনাল সবুজ বাংলা পার্টি’র মহাসচিব সৈয়দ আহমদ শফী আশরাফী
দৈনিক দেশতথ্য// এইচ//

Discussion about this post