Print Date & Time : 21 July 2025 Monday 6:47 am

সাংবাদিক নেতার উপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ

বাংলাদেশ  ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের ক্যাডারদের হামলার শিকার হয়েছিলেন। এর প্রতিবাদে বুধবার বিকালে সাংবাদিক ইউনিয়ন
কুষ্টিয়ার উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন  বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ  বিশেষ অতিথি ছিলেন বিএফইউজে-এর নির্বাহী সদস্য সোহেল রানা এবং সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান। উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাংগঠনিক
সম্পাদক রাকিবুল হাসান, কোষাধক্ষ্য ইমরান হাসান পাপ্পু, দপ্তর সম্পাদক ফিরোজ কায়সার, প্রচার ও প্রকাশনা সম্পাদক চাঁদ আলী, সাংস্কৃতিক ও ক্রীড়া সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর খান সহ কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি এর কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক ওয়ালীদুজ্জামান শুভ, প্রচার ও
প্রকাশনা সম্পাদক সালমান শাহরিয়ার রাজু, নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস, হাফিজুর রহমান জীবন, সোহাগ আহাম্মেদ  সহ কেপিসি এর সদস্য  ওমর ফারুক, ফয়জুল ইসলাম মিলন, অলিউল ইসলাম অলি, মনোয়ার হোসেন মারুফ, আজিজুল হাকিম, কামরুল ইসলাম মনা, ইয়ামিন হোসেন, এসএম ফয়সাল, এসএম সুমন, স.ম লাভলু, সজীব আহাম্মেদ, আলিম, শুভনসহ আরও অনেকেই। 

এ  বিক্ষোভ কর্মসূচীতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রেসক্লাব -কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার
সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব। এছাড়া এসময় কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরাও এই বিক্ষোভ কর্মসূচিতে  উপস্থিত ছিলেন।

এবি//দৈনিক দেশতথ্য//জুন ১৩,২০২২//