Print Date & Time : 4 August 2025 Monday 12:11 pm

সাংবাদিক মিজানুর রহমান এর জন্ম দিন পালন

নিজস্ব প্রতিবেদক: দৈনিক আমার সংবাদ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি ও The Asian Age এর মেহেরপুর জেলা প্রতিনিধি মিজানুর রহমান এর জন্ম দিন পালন।

বুধবার সন্ধ্যায় বার্তা মেহেরপুরে অফিস কক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন বার্তা। মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন সহ রুপালি দেশ পত্রিকার জেলা প্রতিনিধি রাশেদ খান, দৈনিক গণকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মিজানুর রহমান জনি, Daily Morning Obser এর জেলা প্রতিনিধি কাজিমুল হক, দেশ তথ্য পত্রিকার জেলা প্রতিনিধি বিপ্লব রেজা সহ বার্তা মেহেরপুর এর সম্পাদক সাজিবুল ইসলাম, ভিডিও এডিটর রাব্বি আহমেদ, ক্যামেরাম্যান আবু সাঈদ। এই সময় সকল ব্যক্তিগণ মিজানুর রহমান কে তার জন্ম দিন এর শুভেচ্ছা জানান সেই সাথে তার দীর্ঘ আয়ু কামনা করেন।