Print Date & Time : 10 May 2025 Saturday 2:01 pm

সাংবাদিক মিঠুর উপর হামলাকারী কারাগারে

দৈনিক সময়ের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার শরিফুল ইসলাম মিঠুর উপর হামলাকারী সুলতান মাহমুদ হোসেন রানাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কুষ্টিয়ার কোর্ট ইন্সপেক্টর মোহসীন হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন।  
বুধবার সকালে আসামি রানা কুষ্টিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালতের বিচারক জুয়েল রানা জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।প্রসঙ্গত, গত ০৮ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ বেলা আনুমানিক ১১টার সময় শহরের নিশান মোড়স্থ হাউজিং ডি-ব্লক মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর থেকে আসামি রানা তার হাতে থাকা ধারালো ক্ষুর দিয়ে সাংবাদিক মিঠুর বুকে ও পিঠে উপর্যুপুরি আঘাত করে। পরবর্তীতে স্থানীয়রা আহত মিঠুকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মিঠুর পিঠে ৩৫টি সেলাই দিয়ে ক্ষত বন্ধ করেন। এই ঘটনায় ৯ সেপ্টেম্বর আহত মিঠু বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ৩৯১/২২। মামলা দায়েরের পর ৫ দিন অতিবাহিত হলেও আসামিকে আটক করতে ব্যর্থ হয় মডেল থানা পুলিশ।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৪,২০২২//