নিজস্ব প্রতিবেদক
বৈশাখী টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম দোলন এর পিতা আবুল হোসেন এর দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার সকাল ১১টায় শহরের বাবর আলী গেট সংলগ্ন চামড়া পট্টি এলাকার বায়তুল ফালাহ্ জামে মসজিদে জানাযার নামাজ শেষে কুষ্টিয়া হাউজিং চাঁদাগাড়া গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার রাত ১০টা ১২ মিনিটের দিকে কুষ্টিয়ার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।
তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত বুধবার তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২১ জানুয়ারি ২০২৩