Print Date & Time : 10 May 2025 Saturday 9:32 pm

সাংবাদিক রাব্বানী হত্যার প্রধান আসামি গ্রেফতার

রুম্মান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সোনারগাঁয়ের সাংবাদিক গোলাম রাব্বানী হত্যা মামলার প্রধান পলাতক আসামি পিয়ালকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বুধবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন নবীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব তাকে গ্রেফতার করে। পিয়াল (৩২) সোনারগাঁয়ের হাবিবপুর গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে।
বৃহস্পতিবার বিকালে আদমজীনগরে অবস্থিত র্যাব-১১ এর প্রধান কার্যালয় থেকে মিডিয়া কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, ২ আগষ্ট নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন খাসনগর দিঘীরপাড় এলাকায় পূর্ব শত্রুতাবশতঃ আসামী পিয়াল ও তার অন্যান্য সহযোগীরা পরষ্পর যোগসোজশে গোলাম রাব্বানী (৩৭) নামক সাংবাদিককে বাসা থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে দিঘীর পানিতে ফেলে দেয়। এই মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানীর স্ত্রী আখিনুর বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৮, তারিখ ০৪/০৮/২০২২।
রাব্বানীর স্ত্রী আঁখি নুর জানান,তারা তিন বছর ধরে খাসনগর দিঘির উত্তর পাড়ে রতন মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। স্থানীয় কয়েকজন মাদক সেবনকারীর সাথে তার স্বামীর সমস্যা হয়। ঘটনার রাতে পিয়াল নামে একজন তাকে ফোনে ডেকে নিয়ে যায়। তিনি জানান, রাব্বানী চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা সন্তোষপুর ইউনিয়নের বানার বাড়ির মানিক মিয়ার একমাত্র ছেলে। সে দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রির্পোটার হিসেবে কাজ করত।

দৈনিক দেশতথ্য//এল//