Print Date & Time : 12 May 2025 Monday 12:53 pm

সাংবাদিক রাশেদের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

রাশেদুজ্জামান নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সাংবাদিক রাশেদ এর উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক মহল।

বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জজ কোর্টের সামনে ঘন্টাব্যাপী দাঁড়িয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। সেখানে বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন, বাংলাদেশ প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি একাত্মতা ঘোষণা করে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশব্যপী সাংবাদিক মহলের উপর প্রতিনিয়ত হামলা, নির্যাতন হচ্ছে। যার একটি উদাহরণ নওগাঁর সাংবাদিক রাশেদুজ্জামান রাশেদ এর উপর হামলা। রাতের আধারে তার উপর বর্বরোচিত হামলা করেছে দূর্বৃত্তরা। বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয়েও রাশেদুজ্জামান এখন ন্যায় বিচার পাওয়া নিয়ে আশংকায় আছেন। কারণ ইতিমধ্যে ১ জন আসামির জামিন হয়েছে। আর দুইজনকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তাই অবিলম্বে আসামিদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
এসময় জেলার শতাধিক সাংবাদিক এবং স্থানীয় সচেতন সমাজের নাগরিকরা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক, নওগাঁ বরাবরে একটি স্মারকলিপি দেন সাংবাদিকরা।

দৈনিক দেশতথ্য//এসএইচ//