Print Date & Time : 14 September 2025 Sunday 8:02 pm

সাংবাদিক রুবেল হত্যাকান্ডে আরো একজন গ্রেপ্তার

কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকান্ডের ঘটনায় সম্পৃক্ত ইমরান শেখ ইমন (৩২) নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। তাকে বুধবার (২১ জুলাই) রাতে শহরের রাজারহাট মোড় থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে।

এব্যাপারে কুষ্টিয়ার পুলিশ সুপার মো: খাইরুল আলম শুক্রবার বিকেলে তার দপ্তরে প্রেস ব্রিফিং করেছেন। এসময় তিনি বলেন, গ্রেপ্তারকৃত ইমন সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত। এর আগে র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া কাজী সোহান ও খন্দকার আশিকুর রহমান জুয়েলও এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত।

কেন কি কারণে সাংবাদিক রুবেলকে হত্যা করা হলো এ প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, মামলার তদন্ত এবং অন্য আসামিদের গ্রেপ্তারের স্বার্থে আপাতত এর বেশি কিছু জানানো সম্ভব নয়। তবে সাংবাদিকতা করার কারণে রুবেল হত্যাকাণ্ডের শিকার হননি বলে তিনি দাবি করেন। গ্রেপ্তারকৃত ইমনকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলে তিনি জানান।            

ইমরান শেখ ইমন শহরের কোর্টপাড়া এলাকার শামসুল আলম সামুর ছেলে। তার বিরুদ্ধে জেলা ও জেলার বাইরে অস্ত্র, মাদক, চুরি ও মারামারির ৪টি মামলা চলমান রয়েছে। এর আগেও ইমন আগ্নেয়াস্ত্র ও ফেনসিডিলসহ র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছিল। ইমন কুষ্টিয়া শহর যুবলীগের সাবেক আহবায়ক কমিটির নেতা ছিলেন। জেলা যুবলীগের শীর্ষ নেতাদের সঙ্গেও তার গভীর সখ্যতা রয়েছে। এ হত্যাকান্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হলো।

দৈনিক দেশতথ্য//এল//