Print Date & Time : 5 July 2025 Saturday 11:30 am

সাংবাদিক লায়েকুজ্জামান আর নেই

দেশতথ্য রিপোর্ট:

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি লায়েকুজ্জামান আর নেই। শনিবার বিকেলে কর্মস্থলে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী,দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ ১৮ ফেব্রুয়ারি রোববার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পৈতৃক বাড়ি ফরিদপুরের নগরকান্দায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মরহুম লায়েকুজ্জামানের জন্ম ১৯৬৪ সালে ফরিদপুরের নগরকান্দায়। তিনি দৈনিক কালের কণ্ঠ, মানবজমিন, সকালের খবর, দিন দর্পণসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ছিলেন।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত লায়েকুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।  

এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ১৬,২০২৪//