কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক সত্যখবর পত্রিকার বার্তা সম্পাদক শাহরিয়ার ইমরানের পিতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সত্যখবর পরিবারের আয়োজনে গতকাল বুধবার মাগরিব নামাযের পর পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সত্যখবর মিডিয়া লিমিটেড এর চেয়ারম্যান ও সত্যখবর পত্রিকার প্রকাশক-সম্পাদক হাসিবুর রহমান রিজু, সত্যখবর পত্রিকার সহ-সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, সহ-সম্পাদক জিল্লুর রহমান, বার্তা সম্পাদক শাহরিয়ার ইমরান, সিনিয়র ষ্টাফ রিপোর্টার মাহমুদ আল হাফিজ অভি, সিনিয়র ষ্টাফ রিপোর্টার শরিফুল ইসলাম, চীফ রিপোর্টার আলামিন খান রাব্বি, ষ্টাফ রিপোর্টার এম সোহাগ হাসান, ষ্টাফ রিপোর্টার প্রকৌশলী জুয়েল রানা, ষ্টাফ রিপোর্টার প্রকৌশলী রাকিব হাসান কুরবান, ষ্টাফ রিপোর্টার মিশুক আহমেদ, শহর প্রতিনিধি ইমদাদুল হক মিলন, ফটো সাংবাদিক জীবন বিশ্বাস, পোড়াদহ প্রতিনিধি জাহিদ হাসান জনি, মানিক উদ্দিন, বিপ্লব আহমেদ প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাটশ হরিপুর শালদাহ’র বায়তুল মামুর জামে মসজিদের ইমাম হাফেজ তরিকুল ইসলাম। এসময় সত্যখবর পরিবারের সকল সদস্যে ও তার পরিবারবর্গের জন্য দোয়া করা হয়। উল্লেখ্য, গত ১২ জুলাই মঙ্গলবার দুপুরে শাহরিয়ার ইমরানের পিতা মোফাজ্জেল প্রামাণিক বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দৈনিক দেশতথ্য//এল/