হাটহাজারী প্রেস ক্লাবের উদ্যোগে সংগঠনের সাবেক অর্থ সম্পাদক প্রয়াত সঞ্জয় মহাজন কল্লোল এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ অগাস্ট) উপজেলা পরিষদ মার্কেটস্থ হাটহাজারী প্রেস ক্লাবের স্থায়ী কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়ার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এইচ এম মনসুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি মো.হোসেন, সাংগঠনিক সম্পাদক আসলাম পারভেজ, নির্বাহী সদস্য খোরশেদ আলম শিমুল, দপ্তর সম্পাদক আবু তালেব, সদস্য দিদারুল আলম দুলাল, মো.আজিজুল ইসলাম, মো.আলাউদ্দীন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, সাংবাদিক সঞ্জয় মহাজন কল্লোল ছিলেন বহু গুণের অধিকারী। তিনি অত্যন্ত মিশুক ছিলেন এবং নিজ পেশায় দক্ষতার পরিচয় দিয়েছেন। যার কারণে তিনি সর্বস্থরের মানুষের মনের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন। বক্তারা সবাই প্রয়াত সাংবাদিক সঞ্জয় মহাজন কল্লোলের আত্নার শান্তি কামনা করে তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রসঙ্গত, সাংবাদিক সনজয় মহাজন কল্লোল
গত ২০১৮ সালের ২৮ জুলাই কর্মস্থল থেকে বাসায় ফেরার পর রাত দুইটার দিকে ব্রেন স্ট্রোক করেন। পরে তাকে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করালে ১ অগাস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০১,২০২২//

Discussion about this post